GuidePedia

0

কম্পিউটার কে বাদ দিয়ে আমারা আজ কোন কিছু ভাবতেই পারি না। কম্পিউটার আমাদের আজ সব কাজ সহজ করে দিয়েছে, হাতের লাগালে এনে দিয়েছে সবকিছুই। তাই কম্পিউটারের কিছু জানা অজানা প্রশ্নের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করা হল। 

কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কথা, কম্পিউটারের ইতিহাস


কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ কথা

➺ কম্পিউটার একটি- হিসাবযন্ত্র।
➺ অাধুনিক কম্পিউটারেরর বৈশিষ্ট্য হচ্ছে — বৃহৎ স্মৃতির অাধার, দ্রুত গতিতে প্রশ্ন সমাধান, ভ্রমশূন্য ফলাফল।
➺ কম্পিউটারে কোনটি নেই — বুদ্ধি ও বুদ্ধি বিবেচনা শক্তি।
➺ কম্পিউটারে কাজের গতি কী দ্বারা প্রকাশ করা হয়? — ন্যানোসেকেন্ড।
➺ ন্যানোসেকেন্ড হলো — এক সেকেন্ডের এক কোটি ভাগের একভাগ।
➺ একটি যোগ করতে কম্পিউটারের ৫০ ন্যানো সেকেন্ড সময় লাগলে সেকেন্ডে এটা কতটি যোগ করতে পারবে? — ২ কোটি।
➺ কম্পিউটার প্রোগ্রামে, একই নির্দেশনা বারবার সম্পন্ন করার প্রক্রিয়াকে বলে — লুপিং।
➺ অ্যাবাকস কী? — এক প্রকার গণনা যন্ত্র।
➺ বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র কোনটি? — অ্যাবাকাস।
➺ শূন্য সংখ্যার অাদি ধারণা কাদের — ভারতীয়দের।
➺ লগারিদেম প্রবর্তন করেন — জন নেপিয়ার।
➺ প্রথম যান্ত্রিক কম্পিউটার তৈরি করেন — লাইবনিৎস।
➺ কম্পিউটার কে অাবিষ্কার করেন? — হাওয়র্ড এইকিন।
➺ বিশ্বের প্রথম ইলেকট্রিক কম্পিউটার — ENIAC
➺ অাধুনিক কম্পউটারের জনক — জন ভ্যান নিউম্যান
➺ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটারের নাম কি? — ইউনিভ্যাক।
➺ ইলেকট্রনিকের শুরু হয় — ট্রানজিস্টর অাবিস্কারের সময় থেকে।
➺ ট্রানজিস্টর উদ্ভাবিত হয় — ১৯৪৮ সালে।
➺ ট্রানজিস্টর তৈরি করতে প্রয়োজন হয় — অর্ধপরিবাহী।
➺ ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম কি? — সিলিকন।
➺ ট্রানজিস্টর ও মাইক্রোসার্কিট প্রস্তুতিতে কোনটি ব্যবহৃত হয় — সিলিকন।
➺ সিলিকনের ব্যবহার কোন শিল্পে বেশি — ইলেকট্রনিক
➺ ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহৃত হয় — জার্মেনিয়াম।
➺ সাধারণত ট্রানজিস্টরের কাজ — বিবর্ধক হিসেবে।
➺ Chips are made up of millions of tiny parts/switches known as — Transistors.
➺ What natural element is the primary ingredient in computer chips? — Silicon.
➺ কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় কি দিয়ে — সিলিকন।
➺ অাধুনিক কম্পিউটারের দ্রুত অগোগতির মূলে রয়েছে — ইন্টিগ্রেটেড সার্কিট।
➺ ইন্টিগ্রেটেড ইলেকট্রনিক বর্তনী হলো অতি — ছোট ছোট টুকরা সিলিকনের টুকরার উপর তৈরি অতি ক্ষুদ্র বর্তনী।
➺ IC উদ্ভাবন করেন — জে এস কেলবি।
➺ What is the other name for a chips? — IC
➺ IC চিপ দিয়ে প্রথম কম্পিউটার — IBM system 360
➺ কোন সালে মাইক্রোপ্রসেসর অাবিস্কৃত হয়?— ১৯৭১ সালে।
➺ বিশ্ব বিখ্যাত কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অাইবিএমকে বলা হয় — বিগ ব্লু।
➺ কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান কোনটি? — মাইক্রোসফট।
➺ Who is the legend of computer world — Bill Gates
➺ বিল গেটস এর সাথে মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা কে ছিলেন? — পল অ্যালান।
➺ মাইক্রোসফট এর বর্তমান CEO? — সত্য নাদেলা
➺ নিচের কোনটি মাইক্রোসফটের প্রথম প্রোগ্রাম? — MS DOS
➺ Where us the headquarters of Intel located? — Santa Clara, California.
➺ Apple প্রযুক্তির সাথে কোন ব্যক্তির নাম জড়িত — স্টিভ জবস।
➺ Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে? — Lawrence J. Ellison
➺ বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘরটি অবস্থিত — যুক্তরাষ্ট্রে।
➺ পৃথিবীর প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত? — নিউইয়র্ক।
➺ বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার — অাইবিএম ১৬২০ সিরিজ
➺ বাংলাদেশের প্রথম ডিজিটাল কম্পিউটার পত্রিকার নাম কি? — কম্পিউটার জগৎ।
➺ বাংলাদেশে সর্বপ্রথম ইন্টারনেট সিস্টেম চালুর সন — ১৯৯৬
➺ বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক এজেন্সি হচ্ছে — BD News
➺ কম্পিউটারের জনক — হাওয়ার্ড এইকিন।
➺ অাধুনিক কম্পউটারের জনক — জন ভন নিউম্যান
➺ মাইক্রো কম্পিউটারের জনক — হেনরি এডওয়ার্ড রবাট।
➺ প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — মার্ক-১
➺ বাইনারী গণিতভিত্তিক প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ABC
➺ প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রনিক কম্পিউটার — ENIAC-1
➺ প্রোগ্রাম নিয়ন্ত্রিত প্রথম ইলেকট্রোমেকানিক্যাল কম্পিউটার — Z3
➺ প্রথম সংরক্ষিত প্রোগ্রাম বিশিষ্ট ইলেকট্রনিক কম্পিউটার — এডস্যাক
➺ বাণিজ্যিক ভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক কম্পিউটার — ইউনিভ্যাক-১
➺ বাণিজ্যিকভাবে সফল প্রথম সুপার কম্পিউটার — সিডিসি-৬৬০০
➺ ট্রানজিস্টর ভিত্তিক প্রথম কম্পিউটার — TX-O
➺ ট্রানজিস্টর ভিত্তিক মিনি কম্পিউটার — পিডিপি-৮
➺ ইন্ট্রিগ্রেটেড সার্কিট ভিত্তিক প্রথম কম্পিউটার — B2500 এবং B3500
➺ IC টিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার — IBM system 360
➺ মাইক্রোপ্রসেসর ভিত্তিক প্রথম কম্পিউটার — এ্যালটেয়ার ৮৮০
➺ Older computers were — Analog.
➺ এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে গঠিত হয় — হাইব্রিড কম্পিউটার।
➺ সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার কোনটি? — সুপার কম্পিউটার।
➺ সুপার কম্পিউটার মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে — বেশি শক্তিশালী।
➺ সুপার কম্পিউটার বলতে ঐ সকল কম্পিউটারকে বোঝায় যাদের — প্রতি সেকেন্ডে বিলিয়ন হিসাব করতে সক্ষম।
➺ কোন ধরনের কম্পিউটারকে মধ্যম সারির কম্পিউটারও বলা হয়? — মিনি কম্পিউটার
➺ The term PC means — Personal Computer.
➺ পৃথিবীতে কোন প্রথম ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানী এটি করে? — এপসন ১৯৮১
➺ বাংলাদেশে তৈরি ল্যাপটপ — দোয়েল।
➺ PCMCIA represents a standard for — Notebook.
➺ প্রথম প্রজন্মের কম্পিউটারে ব্যবহার হয় — বায়ুশূন্য ভাল্ব।
➺ কোন প্রজন্মের কম্পিউটারে প্রথম অাইসি ব্যবহার করা হয় — তৃতীয় প্রজন্ম।
➺ VLSI কথাটি হলো — Very Large Scale Integration
পঞ্চম প্রজন্মের কম্পিউটারের প্রধান বিশেষত্ব — কৃত্রিম বুদ্ধিমত্তা।
তথ্য সংগ্রহ - ইন্টারনেট

Next
This is the most recent post.
Previous
Older Post

Post a Comment Blogger

Loading...
 
Top