GuidePedia
Latest News

0

EXCEL পর্ব 

বন্ধুরা, আজ আমি একটি Excel সংক্রান্ত হিসেব নিয়ে আলোচনা করছি। নিত্যদিন আমাদের কারো না কারো যেটি প্রয়ই প্রয়োজন হয়। এই সূত্রটি দিয়ে আপনি আপনার জন্ম সংক্রান্ত তথ্য অর্থাৎ আজ থেকে আপনার বয়স কত হল সেটি বছর, মাস, দিন হিসেবে বের করতে পারবেন। এর জন্য আপনাকে যা করতে হবে।
১। প্রথমে এক্সসেল (EXCEL) খুলুন।
(win+r ক্লিক কারার পর লিখুন excel  তারপর Enter চাপুন )
২) তারপর B3 সেলে আপনার জন্ম তারিখ লিখুন।
৩) এরপর যে কোন সেলে নিচের সূত্রটি টাইপ করুন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।

এক্সেল

সূত্রটি নিম্নেঃ-
=INT((TODAY()-B3)/365.25) & " Years , " & INT(MOD((TODAY()-B3)/365.25,1)*12) & " Months and " & INT(MOD((TODAY()-B3)/30.4375,1)*30.4375) & " Days"

ফলাফল চিত্র নিম্নরূপঃ-
এক্সেল

মনে করিয়ে দেবার বিষয়ঃ-
ডেট ফরমেটটিকে (Format) টিকে MM / DD / YYYY অর্থাৎ মাস, দিন ও সাল - আকারে রাখতে হবে। নতুবা ভুল হতে পারে।

কোন সমস্যা হলে জানাবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করে আমাকে সাপোর্ট দেবেন। আমার সঙ্গে থাকুন প্রত্যেহ চোখ রাখুন। নিত্যনতুন তথ্য উপহার দেবার জন্য আমি সর্বদা চেষ্টা করছি। অসীম ধন্যবাদ।

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top