- ২০০২: উইকিপিডিয়ায় স্থান পেল অমিয়া, ওড়িয়া, মালয়ালম, নেপালি, পঞ্জাবি কনটেন্ট। টাকার বিনিময়ে মালয়লম ম্যাগাজিন চালু করল প্রথম ওয়েবসাইট Varikha.com.
- ২০০৩: প্রথম অনলাইনে এয়ার টিকিট বুকিং চালু করল এয়ার ডেকান। ব্রডব্যান্ড সার্ভিস চালু করল এয়ারটেল।
- ২০০৪: ভারতে অফিস চালু করল গুগল। ব্রডব্যান্ড সার্ভিস চালু করল BSNL
- .২০০৫: ভারতে এল Orkut. মোবাইল ফোনে জায়গা পেল ভারতের আঞ্চলিক ভাষা।orkut
- ২০০৬: ভারতীয়দের আকর্ষণ করতে শুরু করল Facebook. চালু ই-গভর্ন্যান্স প্ল্যান।
- ২০০৭: গুগল নিউজ তাদের পরিষেবা চালু করল হিন্দিতে। ভারতে এল Flipkart.
- ২০০৮: ভারতে প্রথম পা রাখল অ্যাপলের iPhone. গুগল নিউজ চালু হল তামিল, তেলেগু, মালায়লম ভাষায়। একবারে ১০ টি উপগ্রহ পাঠিয়ে রেকর্ড করল ভারত।
- ২০০৯: ডোমেন নেমে (IDN)-এ ভারতীয় ভাষার জন্য চতুর্থ ড্রাফ্ট তৈরি করল ভারত সরকার।
- ২০১০: নিলাম হল থ্রি জি স্পেকট্রাম। ন্যাশনাল ব্রডব্যান্ড প্ল্যান চালু করল TRAI. দেশ জোড়া অরকুটের বাজার হাতিবে নিল ফেসবুক।
- ২০১১: চালু হল মোবাইল নম্বর পোর্টেবিলিটি। আইআইটি কোর্সের লেকচার এল অনলাইনে।
- ২০১২: এয়ারটেল কলকাতায় চালু করল 4G ডঙ্গল।
- ২০১৩: ভারতে আমাজন নিয়ে এল Amazon India. হু হু বাড়তে শুরু হল ভারতে ই-কমার্সের বাজার।
- ২০১৪: ভারত সহ মোট ছ'টি ভারতীয় ভাষার ডোমেন নেম চালু হল দেশে। বেঙ্গালুরুতে প্রথম 4G সার্ভসি চালু করল এয়ারটেল। [ আপনার ফেসবুক অ্যাকাউন্টে অন্য কেউ Login করছিল কিনা জেনে নিন? দেখুন অনুপ্রবেশকারীর তালিকা ]
- ২০১৫: সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় ৮৫৭ টি পর্ন ওয়েবসাইট। সাধারণ মানুষ সরব হওয়ায় খুলে দেওয়া হল সাইটগুলি। নেট নিউট্রালিটি নিয়ে বিতর্কের সূত্রপাত। দেশ জুড়ে 4G পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করল এয়ারটেল। তথ্যসূত্র - ইন্টারনেট
কম্পিউটার সম্পর্কিত কোন সমস্যা থাকলে কমেন্ট করুন । অনলাইনে সরাসরি যোগাযোগ করতে চাইলে
ফেসবুক পেজে লাইক দিন অথবা ফেসবুকে আমাকে পেতে
এখানে ক্লিক করুন।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.