কিভাবে ব্লগে মাউস রাইট ক্লিককে অক্ষম করবো?
পদ্ধতি নং-১।প্রথমে আপনি আপনার ব্লগ অ্যাকাউন্ট (Login) এ প্রবেশ করুন।
পদ্ধতি নং-২।
এরপর layout অপশনে ক্লিক করুন।
পদ্ধতি নং-৩।
এরপর Add Gadget অপশনে ক্লিক করুন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।
পদ্ধতি নং-৪।
এরপর HTML/JavaScript অপশনে ক্লিক করুন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।
পদ্ধতি নং-৫।
এরপর নিচের কোডটি কপি করে Content বক্সে পেস্ট করে দিন। অসুবিধে হলে নিচের ছবিটি অনুসরণ করতে পারেন।
কোডটি নিম্নরূপঃ-
<script language=javascript>
var message="Function Disabled!";
///////////////////////////////////
function clickIE4(){
if (event.button==2){
alert(message);
return false;
}
}
function clickNS4(e){
if (document.layers||document.getElementById&&!document.all){
if (e.which==2||e.which==3){
alert(message);
return false;
}
}
}
if (document.layers){
document.captureEvents(Event.MOUSEDOWN);
document.onmousedown=clickNS4;
}
else if (document.all&&!document.getElementById){
document.onmousedown=clickIE4;
}
document.oncontextmenu=new Function("alert(message);return false")
//
</script>
এবার সেভ অপশনে ক্লিক করুন। তারপর একবার পরীক্ষা করে দেখুন কাজ করছে কি না । ব্যাস কাজ কমপ্লিট । প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে আমাকে সাপোর্ট দেবেন কেমন। ধন্যবাদ।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.