কম্পিউটারের বা ল্যাপটপে কাজ করতে করতে অনেক অপ্রয়োজনীয় ফাইল বা ডকুমেন্ট কম্পিউটারে এক্সটারনাল ড্রাইভে জায়গা দখল করে থাকে, অনেক সময় দেখা যায় কম্পিউটারের স্পীড কমে যায়, তখন আমার ভাবি কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করেছে। [
ইন্টারনেট সম্পর্কিত কয়েকটি গুরুত্ব পূর্ণ প্রশ্ন ও তার সমাধান ] তখন একটাই বিকল্প উপায় ভাবি কম্পিউটার কে ফরম্যাট করা, কিন্তু আমারা কি ভাবি বারবার কম্পিউটার ফরম্যাট করা মানে Hard disc ( হার্ড ডিস্ক ) নষ্ট করা। বিশেষ করে উইন্ডোজ অপারেটিং (Windows XP) সিস্টেম ব্যবহারের কারণে প্রচুর ইভেন্ট ফাইল তৈরি হয়। এই ফাইল জমে থাকার করণে COMPUTER এর গতি কমে যায়। [
Slow কম্পিউটার নিমিষে সুপার ফাস্ট করে নিন সফটওয়্যার ছারা ১ মিনিটে ]
কি করে Event ফাইল গুলি ফেলবেন?
- প্রথমে My Computer এ মাউস রেখে ডান বাটন ক্লিক করুন।
- এরপর Manage অপশনে ক্লিক করুন।
- এরপর System Tools/Event Viewer/Application অপশন এবং ওকে করুন।
ডান দিকে লক্ষ করুন , অনেক Event এর তালিকা দেখা যাচ্ছে।
- এই সবগুলো ফাইল মুছতে ওপরের মেনুবার থেকে Action/Crear All Events নির্বাচন করুন।
- এরপর এই ফাইলগুলো সরাসরি মুছে ফেলতে তে No ক্লিক করুন, Yes ক্লিক করলে ফাইলগুলোর ব্যাকআপ তৈ্রি হবে।
একই নিয়মে System Tools/Event/Viewer/Application-এ গিয়ে System ও Security ফাইল মুছে ফেলুন।
ব্যস, কাজ শেষ। এভাবে সপ্তাহে একবার করে দেখুন আপনার কম্পিউটার স্পেড আপনার বন্ধুর কম্পিউটারের তুলনায় ফাস্ট হবেই।
কম্পিউটার সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান পেতে এখানে ক্লিক করুন।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.