অনেকেই মনে করেন যে, ডোমেইন এবং হোষ্টিং ব্যাবসা করতে প্রচুর টাকা লাগে ! কথাটি মোটেই না। আপনি চাইলে একদম বিনা পয়সায় শুরু করে দিতে পারেন এই ব্যবসা। কিন্তু কিভাবে তাইতো?
মূলত ডোমেইন এবং হোষ্টিং ব্যবসা দুই ধরনের, ১) প্রোভাইডার থেকে হোষ্টিং কিনে বিক্রি করা এবং ২) হোলসেল হোষ্টিং।
ডোমেন কিনে বিক্রি করতে আপনাকে অবশ্যই ইনভেষ্ট করতে হবে। সাধারনত বিলিং ম্যানেজম্যান্টের জন্য WHMCS সফটওয়ার ব্যবহার করা হয়, এর জন্য আলাদা খরচ আছে। আর নিজের সাইট ডিজাইন, হোষ্টিং, কাষ্টমার সাপোর্টের প্যারা তো আছেই। [ ডাটা এন্ট্রি কাজ করে স্টুডেন্টরা যেভাবে আয় করবে ] এজন্য কিছু কোম্পানি হোলসেল হোষ্টিং সার্ভিস দিয়ে থাকে। যেমন:- WBHosting ( www.wbhosting.in) ।
এখান থেকে আপনি হোলসেল এর মাধ্যমে ডোমেইন, হোষ্টিং এবং অন্যান্য প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। রেডিমেট ওয়েবসাইট ফ্রী তে পাচ্ছেন সাথে আপনার সকল ক্লাইন্টকে ২৪ ঘন্টাই সাপোর্ট দিবে তারা একদম বিনা পয়সায়। [ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়]
এটা পুরা White Banding সার্ভিস। আপনি চাইলে সবকিছুই চেঞ্জ করতে পারবেন কন্টোল প্যানেল থেকে।
ব্যবসা শুরু করতে কি করতে হবে?
- প্রথমে view this link এখান থেকে Join Reseller Program সিলেক্ট করে সাইনআপ করুন। কিংবা এখানে ক্লিক করে Sign up Now করুন। আপনার একাউন্ট এপ্রোভ হলে আপনি আজকেই শুরু করে দিতে পারবেন আপনার ডোমেইন এবং হোষ্টিং ব্যাবসা।
একক ভাবে ( WBHosting ছাড়া ) ব্যবসা শুরু করতে হলে যে রিসোর্স প্রয়োজন?
- ওয়েব সাইট
- বিলিং সফটওয়্যার
- রিসেলার হোস্টিং/ভিপিএস/ডেডিকেটেড সার্ভার
- অফিস
- মার্কেটিং প্লান
- ডোমেইন (ব্যবসার নাম)
- ওয়েব সাইট
- বিলিং সফটওয়্যার
- মার্কেটিং প্লান ( অনলাইন মার্কেটিং অথবাঅফলাইন মার্কেটিং ) এবং ইত্যাদি।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.