আগের পোষ্টে ফাংশন কী কী ? এবং কাকে বলে? আলোচনা করা হয়েছে । আজ এই পোষ্টে Ms Word এর কিছু গুরুত্ব পূর্ণ শর্টকাট কি নিয়ে আলোচনা করা হল। Microsoft word এ কাজ করতে গেলে এই শর্ট কাট কি গুলি খুব কাজে লাগে। তাই জানা না থাকলে একবার জেনে নিতে পারেন। এছারও কাজের গতি দ্রুত করার জন্য F1 থেকে F12 কী গুলির সরল সহজ ব্যবহার জেনে নিতে পারেন।
মাইক্রোসফট ওয়ার্ডের( MS Word ) সকল শর্টকার্ট
- Alt+0131= ƒ (টাকা)
- Alt+0165= ¥ (ইয়েন)
- Alt+0177= ± (যোগবিয়োগ)
- Alt+0215= × (গুণ)
- Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক)
- Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড)
- Alt+0163= £ (লীরা)
- Alt+0128= € (পাউন্ড)
- Alt+0247= ÷ (ভাগ)
- Alt+248/0186= º (ফারেনহাইট)
- Ctrl + A = সিলেক্ট অল। (All Select)
- Ctrl + B = টেক্সট বোল্ড।(Bold)
- Ctrl + C = কোন কিছু কপি করা। (Copy)
- Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
- Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা।
- Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। (Find World)
- Ctrl + G = গো টু কমান্ড।
- Ctrl + H = রিপ্লেস কমান্ড। (Replace)
- Ctrl + I = টেক্সট ইটালিক। (Italic)
- Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। (Justify)
- Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। ( Hyperlink )
- Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা। (Left Align)
- Ctrl + M = ইনভেন্ট দেয়ার জন্য।
- Ctrl + N = নতুন কোন ডকুমেন্ট খোলার জন্য। (New File)
- Ctrl + O = পূর্বে তৈরী করা কোন ফাইল খোলার জন্য। (File Open)
- Ctrl + P = ডকুমেন্ট প্রিন্ট। (Print)
- Ctrl + Q = প্যারাগ্রাফের মাঝে স্পেসিং করার জন্য।
- Ctrl + R = টেক্সটকে রাইট এলাইনমেন্ট করা। (Right Align)
- Ctrl + S = ফাইল সেভ। ( Save )
- Ctrl + T = ইনডেন্ট পরিবর্তন করার জন্য।
- Ctrl + U = টেক্সট আন্ডারলাইন। (Underline)
- Ctrl + V = টেক্সট পেষ্ট করার জন্য। ( Paste )
- Ctrl + W = ফাইল বন্ধ করার জন্য। ( Close File )
- Ctrl + X = ডকুমেন্ট থেকে কিছু কাট্ করার জন্য। ( Cut )
- Ctrl + Y = রিপিট করার জন্য। ( Redo )
- Ctrl + Z = আন্ডু বা পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা। ( Undo )
Post a Comment Blogger Facebook