GuidePedia

0
খুব সস্তায় ডুয়াল সিম যুক্ত সবধরনের সুবিধা নিয়ে নোকিয়া ১৩০ বাজেরে এল। নোকিয়া ১৩০ ফোনটির নির্মাতা হলেন মাইক্রোসফট কম্পানি। ফোনটি মুলত আকারে ছোট তিন ধরনের রঙে অর্থাৎ সাদা, কালো ও লাল রঙের খুব সস্তায় প্রয়োজনীয় সব ধরনের কাজ চালান যাবে এই ফোনে। ফোনটি ১০২০ এমএএইচ ব্যাটারি, যার সাহায্যে আপনি ১৩ ঘন্টা পর্যন্ত কথা বলাতে পারবেন। এছাড়াও একবার ফুল চার্জ দিয়ে ৪৬ ঘণ্টা অডিও গান শোনা যাবে অথবা ১৬ ঘণ্টা ভিডিও দেখা যাবে। অনলাইনেও পাওয়া যাচ্ছে এই ফোন। স্ন্যাপডিলে মাত্র ১৭৫০ টাকা থেকে পাওয়া যাবে এই ফোন।  এছাড়াও অ্যামাজন এ কিনে নিতে পারবেন।
নোকিয়া ১৩০

কি কি ফিচার আছে -
রিলিজ ডেট       আগস্ট ২০১৪
ওজন              ৬৮.৬০ গ্রাম
ব্যাটারি           ১০২০ এমএএইচ (mAh)
মিউজিক প্লেয়ার
মাইক্রো এসডি কার্ড
বিল্ট ইন-ফ্ল্যাশ লাইট
১.৮ ইঞ্চির টিএফটি ডিসপ্লে
এফএম রেডিও
ব্লু টুথ          ৩.০, সঙ্গে স্ল্যামও
হেড ফোন       ৩.৫ mm
বন্ধুরা,
এখন এখানেই। কেমন লাগলো এখানে ক্লিক করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিস একটি শেয়ার করে আমাকে কৃতজ্ঞতা জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

 

Post a Comment Blogger

Loading...
 
Top