সুপার ফাস্ট করতে যা যা করতে হবে-
পদ্ধতি - ১.- %temp% ফাইল ডিলিট করতে হবে।
- temp ফাইল ডিলিট করতে হবে।
- prefetch ফাইল ডিলিট করতে হবে।
- recent ফাইল ডিলিট করতে হবে।
- recycle bin ফাইল ডিলিট করতে হবে।
কিভাবে করবেন?
Start মেনুতে গিয়ে run অপশন ওপেন করুন (শর্টকাট- win+r )। অর্থাৎ win কি চেপে ধরে r চাপুন। এরপর %temp% লিখে এন্টার চাপুন। এভাবে পরের বাকি ফাইল গুলি ডিলিট করুন। নিচের ছবিটি লক্ষ করতে পারেন-সবশেষে যা করতে হাবে-
- এবার আপনার কম্পিউটারের My computer থেকে drive গুলি ওপেন করুন। প্রথমে c ড্রাইভ কে সিলেক্ট করে রাইট (right) ক্লিক করুন।
- তারপর properties এ যান।
- এরপর disk properties ওপেন হবে সেখান থেকে Tools নির্বাচন করুন।
- এরপর check now.... এ ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ করতে পারেন -
- এরপর Automatically fix file system errors এবং Scan for and attemp recovery of bad ectors এ টিক দিয়ে star অপশনে ক্লিক করুন।
এখন এখানেই। কোন সমস্যা হলে এখানে ক্লিক করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিস একটি শেয়ার করে আমাকে কৃতজ্ঞতা জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.