GuidePedia
Latest News

0

বোতাম টিপলে ডিজিটাল যুগে সবকিছু হাতের লাগেলে পাওয়া যায়। টেকনোলোজি মানুষকে অতি কঠিন ও দুর্গম কাজকে সহজ ও সুন্দর করে উপহার দিচ্ছে। টেকনোলোজি অর্থাৎ বিজ্ঞানকে বাদ দিয়ে আজ আমারা কোন কিছু ভাবতে পারিনা। সাব কিছুতেই বিজ্ঞান আমাদের সাথে নিবির ভাবে জরিয়ে আছে। তাই বিজ্ঞান কে বাদ দিয়ে কোন কিছু ভাবা চলে না। যাক আজ আমি আপনাদের সাথে নিজের বয়স, দিন, সময় বের করার একটি ক্যালকুলেটর শেয়ার করছি , কেননা প্রতি নিয়ত আমাদের বয়স বের করতে হয় আর তখন দরকার পরে খাতা কলমের। কিন্তু তবু যেটি অসুবিধে হয় মাস,দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ড বের করার। এই চিন্তাকে অবসান ঘটাবে Age calculator । এর সাহায্যে এক ক্লিকে বছর, মাস,দিন, ঘণ্টা, মিনিট ,সেকেন্ড ও বার বের করতে পারবেন।  তবে আর দেরি কিসের নিম্নের ডাউনলোড লিঙ্ক থেকে মাত্র ২৬২ কিলোবাইটের সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
ডাউনলোড - Age Calculator.

age Calculator


আপনি চাইলে সরাসরি অনলাইনেও নিজার বয়স বের করতে পারেন। অনলাইনে বয়স বের করতে চাইলে এখানে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে Calculate বোতামে ক্লিক করুন। এছাড়াও এই সাইটে আপনি বিভিন্ন ধরনের ক্যালকুলেটর পাবেন।
ক্যালকুলেটর - এখানে ক্লিক করুন

age Calculator
 কোন অসুবিধে হলে কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top