এখন কথা হল অটোক্যাডে যে সমস্যাটি সেটি সিরিয়াল কি নিয়ে। অনেকরই অটোক্যাড শেখার আগ্রহ থাকলেও পয়সা দিয়ে কিনে ব্যবহার করতে হবে জেনে অটোক্যাডে শেখার আগ্রহ টাই হারিয়ে ফেলে। আর অটোক্যাডেকে অনেকই ক্র্যাক করতে পারে না। আর এই সমস্যার সমাধান নিয়েই আজকের এই পোস্ট, এই পোস্টে আপনি অটোক্যাড এর সিরিয়াল কি পাবেন অটোক্যাড সাইট থেকেই , সেটা কিভাবে সম্ভব সেটাই আপনাদের দেখাবো। এর এজন্য আপনাকে নিম্নের কয়েকটি পদ্ধতি শুধু অনুসরণ করতে হবে।
পদ্ধতিগুলি হলো-
- আপনাকে প্রথমে এখানে ক্লিক অটোক্যাড সাইটে প্রবেশ করতে হবে।
- এর পর অটোক্যাড সাইটে রিজিস্টার ( Create Account ) করতে হবে। ( পদ্ধতি গুলি সহজ হওয়ায় স্কিনশট দেওয়া হল না)
- আর যদি অ্যাকাউন্ট তৈরি করা থাকে তবে এখানে ক্লিক করে লগইন করুন (Sign In)।
- এরপর (Software Version, Language পছন্দ করে দিন) সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। দেখবেন সিরিয়াল কি পেয়ে গেছেন।
- এরপর সিরিয়াল কী দিয়ে একটিভ করে নিন।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.