GuidePedia

0
West Bengal Council of Higher Secondary Education (WBCHSE): উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবার প্রায় দুই মাস হতে চলল, কেননা এবার ২৯ শে ফ্রেব্রুয়ারি, ২০১৬ সোমবার শেষ হয় HS পরীক্ষা। এর আগের বার অর্থাৎ ২০১৫ সালে ঠিক ৫৮ দিনের মাথায় উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়। এবার মে মাসে ১০ তারিখ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট হবার পর এক সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা হতে পারে, এমনই তথ্য পাওয়া গেছে মধ্যশিক্ষা পর্ষৎ এর অয়েব সাইট থেকে। (  সম্ভবত আগামী ২০ মে, এর মধ্যে এ বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হবে।)  এছারা বিস্তারিত তথ্য জানতে পারবেন অফিসিয়াল অয়েব সাইট (www.wbresults.nic.in) থেকে।

কিভাবে HS রেজাল্ট দেখবেন?

1. প্রথমে www.wbresults.nic.in প্রবেশ করুন
2. এর পর ( Check the latest result related to West Bengal 12 board Result 2016 ) ম্যাসেজে ক্লিক করুন
3. এরপর বিভাগ নির্বাচন করুন ( Select your related stream )
4. এরপর রোল নাম্বার ও নাম লিখুন ( Type the roll. no and name.)
5. এরপর submit বতামে ক্লিক করুন।
6. এরপর প্রিন্ট বের করুন ( printout for future reference.)
সকল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ভালো ফলাফলের জন্য রইল আগাম শুভেচ্ছা ।
কোন তথ্য জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন।

Post a Comment Blogger

Loading...
 
Top