ফেসবুক অতি পরিচিত একটি সোশ্যাল নেটওয়ার্ক সাইট । ১১ ই ডিসেম্বর ২০১৪ সালের ফেসবুকের বিজনেস নিউজ ফ্যান পেজে অফিশিয়াল ভাবে ফেসবুকের নতুন একটি ফিচার Call To Action Button ঘোষণা করেন। এই ফিচার আগে শুধু বিজনেস পেজের জন্য ছিল। এখন এটি সকল ফেসবুক পেজের জন্যই চালু করা হয়েছে।
সেখানে Watch Video নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না। আর এই বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল -এ নিয়ে যাবে। আর হ্যাঁ, এটাকেই Call To Action Button বলে।
এটিও পড়ুন- অতি অল্প সময়ে পান Fecebook ফ্যান পেজ লাইক ১০০০+ সাথে ডলারএখন প্রশ্ন হল Call To Action Button আসলে কি? সাধারন ভাবে বলতে গেলে Facebook ফ্যান পেজের একটি নতুন ফিচার, যার মাধ্যমে আপনি আপনার গুরুত্বপূর্ণ লিঙ্ক যেমন - আপনার ওয়েব সাইট লিঙ্ক, ব্লগ লিঙ্ক, Youtube চ্যানাল লিঙ্ক কিংবা আপনার পছন্দ মতো লিঙ্ক Call To Action Button ব্যবহার করতে পারবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি আপনার সাইটের , সাইট ট্রাফিকও বারিয়ে নিতে পারবেন। এই বটানে আপনি পাবেন ফেসবুকের তৈরি করা সাতটি অপশন যেমন- Call To Action Button অপশনে কতবার ক্লিক করা হয়েছে, আপনি তা ফেসবুক ফ্যান পেজ
সেখানে Watch Video নামের একটি অতিরিক্ত বাটন দেখতে পারবেন আপনারা। যা পূর্বে ছিল না। আর এই বাটনে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল -এ নিয়ে যাবে। আর হ্যাঁ, এটাকেই Call To Action Button বলে।
Call To Action Button তৈরি করার পদ্ধতি-
- প্রথমে Facebook এ লগিন করুন এবং যেই পেজে Call To Action Button তৈরি করতে চান সেই পেজে যান।
- যদি আপনার ফেসবুক ফ্যান পেজে ফিচারটি এক্টিভ হয়ে যায়, তবে দেখবেন Create A Call To Action Button নামের একটি অপশন। সেখানে ক্লিক করুন। নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
- এরপর ড্রপ ডাউন মেনু থেকে যে কোন একটি সিলেক্ট করুন ।অসুবিধে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।
- বাটনের লিংক হিসেবে ওয়েব আপনার সাইটের এড্রেস দিন এবং Create এ ক্লিক করুন।
- এরপর Website কিংবা APP সিলেক্ট করুন এবং Next এ ক্লিক করুন।
- ব্যাস, আপনার ফ্যান পেজে তৈরি হয়ে যাবে Call To Action Button .
Post a Comment Blogger Facebook