GuidePedia

0
ব্লগ লেখালেখি করে অনেকেই নিজেকে ফোকাস করতে পেরেছেন। আর যারাই আজ বরণীয় তাদের সাফল্য লাভের পিছনে রয়েছে নিরলস পরিশ্রম ও অঘাত চেষ্টা। আমরা ছটবেলায় শখের বসে খাতায় দু-একটি ছড়া- ছন্দ লেখি কিংবা গল্প , কবিতা খাতার  লিখে এক কোনে লুকিয়ে রাখি, বলতে গেলে আমাদের তখন থেকেই ব্লগ শুরু। বর্তমানে অনলাইনে কোন এক জায়গায় নিজের লেখাগুলি প্রকাশ কে  একথায় ব্লগ বলি।  শখ থেকেই শুরু হল ব্লগে লেখা আর ব্লগে লেখা লেখির পাশা পাশি আমাদের যদি টাকা ইনকাম হয়, তোবে তো সেটা মন্দ নয়।
ব্লগে ৯০% আয়

এটিও পড়ুন -ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়

ব্লগে আমারা অনেক ভাবে ইনকাম করতে পারি। তো আজ আমি আপনাদের সাথে আমি একটি অসাধারন টিপস শেয়ার করবো, যাদের ব্লগ আছে কিংবা ব্লগ শুরু করতে চাইছেন তাদের কাজে লাগবে। আমারা তো অনেকেই ব্লগে অ্যাড ব্যবহার করি কিন্তু অ্যাডে ক্লিক পরে না। আর অ্যাডে ক্লিক না পড়ার দরুন আমাদের ইনকাম বেশি হয় না। তাই অনেকে হতাশ হয়ে ব্লগ লেখা বন্ধ করে দেন।

ব্লগ লেখা বন্ধ না করে দিয়ে আপনি যদি ব্লগে স্লাইডার অ্যাড দিয়ে ব্যবহার করেন আশা করি আপনার আয় ৯০ গুণ বেড়ে যাবে। এটি আপনার ভ্রান্ত ধারনা হতে পারে চাইলে আপনি কিছু দিনের জন্য হলেও ব্যবহার করে দেখতে পারেন। আর ব্যবহারের পর ভালো না লাগলে পরবর্তীতে মুছে ফেলতে পারেন।
এটিও পড়ুন -আজীবন আয় করুন সোশ্যাল নেটওয়ার্ক সাইট থেকে

এটি আপনার ব্লগের ডানে বা বামে দিকে বিজ্ঞাপন ঝুলন্ত অবস্থায় থাকবে। এবং পাঠকের মনে আকর্ষণ জগাবে ফলে বিজ্ঞাপনটি সহজেই চোখে লাগবে। যারা ব্লগস্পটে ব্লগিং করছেন তাদের জন্য আজকের এই টিপস। ডেমো দেখুন আমার এই কম্পিউটার জগতেই। ডান পাশে ঝুলে আছে একটি বিজ্ঞাপন। ঠিক এইরকম বিজ্ঞাপন আপনার ব্লগস্পট ব্লগেও লাগাতে পারেন। তাই এবার আসুন কিভাবে ব্লগে এরকম এড বসাবেন?

কিভাবে আকর্ষণীয়ভাবে বিজ্ঞাপন যুক্ত করবেন?

  • প্রথমে Blogspot ব্লগে লগিন করুন
  •  এরপর Layout অপশনে যান
  • তারপর Html/JavaScript Gadget ক্লিক করুন এবং
  • এবার Title অপশন ফাঁকা রেখে Content বক্সে নিচের কোডগুলো দিন।
কোড টি হল-

 <style>
#bloggermarufflotads {
height:30px;
width:auto;
background: #333333 url('..');
background-repeat:repeat-x;
text-align:left;
padding-top:4px;
}
#bsadsbase{
height:500;
margin:0auto;
width:160px;
background:#fff;
border-bottom:2px #333333 solid;
border-right:2px #333333 solid;
border-left:2px #333333 solid;
text-align:center;
padding:4px;
}
#bsadsheadline{
opacity:1.0;
height:auto;
width:auto;
position:fixed;
top:65px;
left:10px;
border-bottom:1px #005094 solid;
border-bottom:0px blue solid;
color:#333;
padding:0px;
z-index:1001;
font-size:13px;}
</style>
<script type="text/javascript">
function getValue()
{
document.getElementById("bsadsheadline").style.display = 'none';
}
</script>
<div id="bsadsheadline">
<div id="bloggermarufflotads">
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em"></span>
<span style="color:#fff;font-size:13px;font-weight:bold;text-shadow:black 0.1em 0.1em 0.1em;float:right;padding-top:3px;padding-right:10px"><a href="http://www.computerjajot.com" target="_blank" onclick="getValue()">Close This Ad(X)</a></span>
</div>
<div id="bsadsbase">                                                                                                

[ Your Advertise Code Here ( অ্যাডসেন্স কোডটি এখানে লিখুন ) ]

</div></div>
নোট-
    ১। কোডে text-align:left; এর স্থানে আপনি ব্লগের ডান পাশে নাকি বাম পাশে দেখাতে চান সেটা বলে দিন। বাম পাশে হলে text-align:left; আর যদি চান ডান পাশে তবে text-align:right;
      ২)  height:500; কোডটিতে দৈর্ঘ্য বা উচ্চতা পরিবর্তন করতে চাইলে 500 এর স্থলে আপনার ইচ্ছেমত সাইজ বসিয়ে দিন। এবং প্রস্থ পরিবর্তন করতে চাইলেও একই কাজ। width:160px; কোডে 160 এর স্থলে  আপনার চাহিদামত সাইজ বসিয়ে দিন।
      ৩) Your Advertise Code Here লেখাটির বদলে আপনার এড কোড বসান। 
         ব্যাস, আর কাজ নেই। এবার উইডগেটটি  Save করেই সমাপ্ত করুন। সমস্যা হলে কমেন্ট করুন।  ধন্যবাদ

        Post a Comment Blogger

        Loading...
         
        Top