GuidePedia

0
প্রাত্যাহিক জীবনে মোবাইলের গুরুত্ব প্রতিনিয়ত বেরেই চলছে। বলতে গেলে ধিরে ধিরে আমরা সবাই মোবাইলের দাশে পরিণীত হয়ে যাচ্ছি।  তাই মোবাইল হল আমদের নিত্য সঙ্গী, একে বাদ দিয়ে আমরা রাস্তা হাতেই পারি না। যাক, আসল কথায় আসি, অনেক সময় বন্ধুদের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে রাখতে চাই, কিন্তু এ জন্য চাই বারতি সফটওয়্যার, এতে অপচয় হয় ইন্টারনেটর টাকা (Net Balance) ,আর মোবাইলে লাগে বারতি সফটওয়্যার রাখার জায়গা। এই পষ্টে দেখানো হবে আপনি কিভাবে আপনার মোবাইলের গুরুত্বপূর্ণ ফাইল ও ফোল্ডার লুকিয়ে রাখবেন একদম সফটওয়্যার ছাড়া?

ফাইল ও ফোল্ডার লুকিয়ে রাখার কৌশল
এ জন্য আপনাকে যা যা করতে হবে ?
  • প্রথমে মেমরি কার্ডে (Memory Card) গিয়ে ডট লিখে ফাইল টাইপ (".agomonibarta") করুন (example- .agomonibarta)
  • এরপর যে ফাইল গুলি লুকিয়ে রাখতে চান সেগুলিকে ঐ ফাইলে ঢুকিয়ে রাখুন
  • এরপর এরপর ফাইল ম্যনেজার থেকে Folder (ফোল্ডার) Hide hidden file অপশনে ক্লিক করুন। (সাধারণত ফোল্ডার/ ফাইল ম্যনেজার ফোনের ডান পাশে থাকে )
  • ব্যাস ! এবার দেখুন আপনার ফোনের ফোল্ডার লুকিয়ে গেছে।
 কিভাবে পুনরায় হিডেন ফোল্ডার (Hidden Folder) দেখবেন ?
  • প্রথমে ফোল্ডার / ফাইল (Folder) ম্যানেজারে ক্লিক করুন
  • এরপর Show hidden File এ ক্লিক করুন
  • এরপর Folder ম্যানেজার থেকে Folader  এর নাম থেকে ডট (dote) টি মুছে ফেলুন।
  • ব্যাস ! আপনার ফাইল দেখাবে (Show) করবে।
টিপসটি পূর্বে প্রকাশ হয়েছিল www.agomonibarta.com এ। আমাদের টিমকে সর্বদা পেতে পড়ুন আগমনী বার্তা । কোন সমস্যা হলে কমেন্ট করুন।

Post a Comment Blogger

Loading...
 
Top