তথ্য প্রযুক্তির অত্যধুনিক যুগে একটা কম্পিউটার বা ল্যাপটপ না থাকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই আছে সেটা যে দামের হোক না কেন কিন্তু কাজ একি । আর যাদের পিসি নেই কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা কম্পিউটারের অনেক কাজ এই মোবাইল দিয়ে করতে পারে যেমন- ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং কি মেইল পাঠানো ইত্যাদি ইত্যাদি। PC এর প্রায় সব কাজই একটি এন্ড্রয়েড মোবাইল দিয়ে করা সম্ভব। আজকে আমি আপনাদের সঙ্গে যে অ্যাপসটি শেয়ার করবো সেটা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার বিভিন্ন পছন্দের ফটো দিয়ে একটি স্লাইডশো (Slideshow) তৈরি করতে পারেবেন কোন ঝামেলা ছাড়ই । [মোবাইল থেকেই স্ক্যান ও PDF বানান সহজ উপায়ে ]
- প্রথমে স্লাইড শো (Slideshow) অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিন।
- ডাউনলোড লিঙ্ক- Slideshow Maker , Download Slideshow Maker
নোট- আপনারা যারা এখন এন্ড্রয়েড মোবাইল দিয়ে এই পোস্ট পরচ্ছেন,এখানে ক্লিক করে ডাইরেক্ট গুগল প্লে থেকে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করে নিতে পারেন । [ফেসবুকে বন্ধুকে না জানিয়ে গোপনে মেসেজ পড়ার টিপস - Facebook ]
এটিও পড়ুন - ফ্রী কল ও ম্যাসেজ করুন যেকোনো দেশে যেকোন নাম্বারে স্মার্ট ফোন দিয়ে
এখন এখানেই , এরপর আরও একগুচ্ছ নিত্য নতুন তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো ততক্ষণে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।
Post a Comment Blogger Facebook