
সকল দেশবাসিকে কম্পিউটার জগৎ এর পক্ষ থেকে দীপাবলির, কালিপুজা ও ছট পূজার প্রীতি ও অভিনন্দন । সকলের পুজো আনন্দে ও সাচ্ছন্দে কাটুক এই কামনাই রইল। দীপাবলি মানে আলোর উৎসব, অন্ধকারের সুপ্ত দশা থেকে আলোর পথে চালিত করাই এই উৎসবের আরেক অর্থ বলে আমার মনে করি। দীপাবলিকে আমারা অনেকে অনেক নামে জানি যেমন-
দেওয়ালি, দীপান্বিতা, দীপালিকা, সুখরাত্রি, সুখসুপ্তিকা এবং যক্ষরাত্রি ইত্যাদি ইত্যাদি ...... । [
২০১৫ সালের লাইভ দুর্গা পূজা ভিডিও ও ফটো দেখতে চাইলে এখানে ক্লিক করুন ]
দীপাবলি ( Diwali ) বা
দেওয়ালি হল একটি পাঁচ দিন-ব্যাপী হিন্দু
ধর্মাবলম্বীদের উৎসব যা আশ্বিন মাসের কৃষ্ণা ত্রয়োদশীর দিন ধনতেরস অনুষ্ঠানের মধ্য দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হয়। কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে ভাইফোঁটা অনুষ্ঠানের মাধ্যমে এই উৎসব শেষ হয়। নবরাত্রি উৎসব শেষ হওয়ার ১৮ দিন পর দীপাবলি শুরু হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে, মধ্য-অক্টোবর থেকে মধ্য-নভেম্বরের মধ্যে দীপাবলি অনুষ্ঠিত হয়। [
দীপাবলি কি ও কেন ? বিস্তারিত আলোচনা ] [
কালিপুজার সুন্দর সুন্দর SMS পড়তে ও পাঠাতে চাইলে এখানে ক্লিক করুন ]
কুশমণ্ডি শহরের লোকাল খবর জানতে ও পড়তে নিয়মিত চোখ রাকুন
www.kmdinfo.in সাইটে। এছাড়াও রয়েছে চাকুরির আপডেট খবর।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.