
রেল সম্পর্কে এমনই সব 'রিয়েল-টাইম' তথ্য যাত্রীদের কাছে পৌঁছে দিতে বাজারে একটি মোবাইল অ্যাপ আনল 'রেলযাত্রী (ডট) ইন' নামে একটি অনলাইন সংস্থা৷ গুগল প্লে-স্টোর থেকে যে কোনও অ্যানড্রয়েড মোবাইল ফোনে এই অ্যাপ ডাউনলোড করলেই রেলের সময়সূচি থেকে শুরু করে কোন ট্রেন কত দেরিতে চলছে, কোন ট্রেন কোন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে, উত্তমকুমার বা দমদম মেট্রো স্টেশনে পরের মেট্রো ট্রেন কখন আসবে-এমনই সব তথ্য রিয়েল-টাইমে হাতে গরম পেয়ে যাবেন৷ ট্রেনের অবস্থান অনুযায়ী নিয়মিত তথ্য আপডেট হতে থাকবে আপনার মোবাইলে৷
রেলযাত্রী-র ভাইস প্রেসিডেন্ট অপরাজিতা মুখোপাধ্যায়ের কথায়, 'এখনও পর্যন্ত গোটা দেশে ১২ লক্ষ মানুষ এই অ্যাপটি ডাউনলোড করেছেন, তার মধ্যে পশ্চিমবঙ্গেই ৪ লক্ষ৷ সেই কারণেই আমরা পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতায় আরও বেশি জোর দিচ্ছি৷ দূরপাল্লার ট্রেন ছাড়াও হাওড়া ও শিয়ালদহের সমস্ত লোকাল ট্রেন, এমনকি মেট্রো সম্পর্কেও রিয়েল-টাইম তথ্য বিনামূল্যে গ্রাহকদের দিচ্ছি৷'
এটিও পড়ুন -গুগল ম্যাপ ট্রানজিট বলে দেবে ট্রেনের সময়, প্ল্যাটফর্ম নম্বার ও মেট্রো স্টেশনের যাবতীয় তথ্য
কী ভাবে কাজ করে রেলযাত্রী ডট ইন অ্যাপটি?
অ্যাপটি ডাউনলোড করার পর কেউ যদি নির্দিষ্ট কোনও ট্রেনের সূচনা এবং গন্তব্য স্টেশন সেভ করে রাখেন, তা হলে সংশ্লিষ্ট ব্যক্তি ওই রুটে পর পর তিনটি আপ ও ডাউন ট্রেনের ব্যাপারে রিয়েল-টাইম তথ্য পাবেন তাঁর মোবাইল ফোনে৷ এমনকি, শহরতলির কোন ট্রেন সমস্ত স্টেশনে দাঁড়াবে আর কোনটি গ্যালপিং-- ট্রেনে ওঠার আগেই যে কেউ এই অ্যাপ মারফত্ জেনে নিতে পারবেন৷ তিনি যে স্টেশন থেকে ট্রেন ধরবেন, সেখানে কোন প্ল্যাটফর্মে তাঁকে যেতে হবে, তা-ও জানতে পারবেন অনায়াসে৷ একই ভাবে যে স্টেশনে তিনি নামবেন, সেখানেও প্ল্যাটফর্ম কোন দিকে পড়বে, তা-ও আগাম জেনে যাবেন৷ দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রে স্টেশনের ঠিক কোন জায়গায় নির্দিষ্ট কম্পার্টমেন্টটি পড়বে-- তা-ও এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা জানতে পারবেন বলে অপরাজিতাদেবীর দাবি৷
তিনি বলেন, 'কোনও ট্রেন যদি লেট করে, তা হলে কোথায় কখন তা আসবে এবং লেটের কারণও জানা যাবে এই অ্যাপের মাধ্যমে৷ কলকাতা মেট্রোর ক্ষেত্রেও আমরা গ্রাহকদের একই রকম পরিষেবা দিচ্ছি৷ এমনকি, কোনও ব্যক্তি যদি এই অ্যাপটি ডাউনলোড করে ট্রেনে ওঠেন, তা হলে গুগল ম্যাপের মাধ্যমে আমরা নিখরচায় তাঁর আত্মীয়-বন্ধুবান্ধবের কাছে সংশ্লিষ্ট ব্যক্তির লোকেশনের ব্যাপারেও অ্যালার্ট পাঠাচ্ছি৷' আসন্ন শরতে বেড়াতে যাওয়ার সময়ে কোন দূরপাল্লার ট্রেনের লেটে চলার সম্ভাবনা কতটা, তা-ও গ্রাহকরা অ্যাপের মাধ্যমে জানতে পারবেন বলে জানিয়েছেন তিনি৷ ভবিষ্যতে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকদের টিকিট বুকিং পরিষেবা দেওয়ারও পরিকল্পনা রয়েছে সংস্থার৷
তথ্য সুত্র - http://mlife.mtsindia.in/
অ্যাপটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। কিংবা Google Play Store গিয়ে RailYatri লিখে সার্চ করলেই পেয়ে যাবেন।
এবার 'কম্পিউটার জগৎ ' আপনার মোবাইলে - এই পরিষেবা পেতে ডাউনলোড করুন ফ্রী মোবাইল অ্যাপ।
প্রত্যেকটি তাজা খবর আপডেট পেতে- কম্পিউটার জগত এর ফেসবুক পেজ লাইক করুন।
Post a Comment Blogger Facebook