রিলেটেড পোস্ট কি ?
রিলেটেড পোস্ট গ্যাজেট হল কোন একটি পোস্টের শেষে একই সমগোত্রীয় অন্য পোস্ট সম্পর্কিত আরও পোস্ট এর লিংক দেখানো, যাতে ভিজিটর এ বিষয়ে আরও জানতে পারে রিলেটেড পোস্ট এর এর মাধ্যমে। রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের ভিজিটরকে প্রায় ২০% এর বেশি সময় ধরে রাখতে সক্ষম,কখনও কখনও তারও বেশী হয়ে থাকে।এছাড়াও রিলেটেড পোস্ট গ্যাজেট একটি ওয়েবসাইটের লুক বাড়াতে সক্ষম।এটিও পড়ুন -ব্লগারের সাফল্য লাভের ১০টি মূলমন্ত্র
ধরুন, একজন ভিজিটর সার্চ এঞ্জিনে মাধ্যমে আপনার সাইটে প্রবেশ করেছে সে তার কাঙ্খিত বিষয় পরার পর অন্য কোন বিষয় চোখে পড়ল না, তৎক্ষণাৎ সে আপনার ব্লগ ত্যাগ করতে পারে। এজন্যই ব্লগে রিলেটেড পোস্ট রাখা বাঞ্ছনীয় । এছাড়াও রিলেটেড পোস্ট ব্লগের bounce rate কমায়। মোটকথা রিলেটেড পোস্ট অন্যদিকে SEO এর গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে। আপনারা যারা Blogspot ব্লোগিং করেন তাদের ডিফল্ট টেমপ্লেটে রিলেটেড পোস্ট গ্যাজেট থাকে না , এজন্য আপনাকে যুক্ত করে নিতে হয় ।
এটিও পড়ুন - ছাত্র-ছাত্রীদের অনলাইনে টাকা আয় করার সেরা ৬ টি উপায়
অনেকে হয়তো linkwithin এর রিলেটেড পোস্ট গ্যাজেট ব্যবহার করেন, এটি ব্যবহারে খুব সুবিধা জনক হলেও thumbnails ব্যতীত অন্য widget ব্যবহার সুবিধা দেয় না। এজন্য outbrain এর রিলেটেড পোস্ট widget ব্যবহার করে দেখতে পারেন , নিচে এর সবুধা গুলি আলচনা করা হলো । আশা করি ভাল লাগবে।
Outbrain এর মাধ্যমে রিলেটেড পোস্ট গ্যাজেট যুক্ত করার সুবিধা হল:
- HTML না জানলেও হবে।
- এটি সাধারন গ্যাজেটগুলির মতই তাই যুক্ত করতে কোন অসুবিধা নেই।
- প্রয়োজনে এটি যুক্ত করা যায় প্রয়োজন না থাকলে সাথেসাথেই রিমুভ করা যায়।
- এটাতে থাম্বনেইল (thumbnails) ও টেক্সট (textual) ব্যবহারের সুযোগ আছে।
- আপনি কয়টি রিলেটেড পোস্ট দেখাবেন তা আপনি কাস্টমাইজ করতে পারবেন।
- রিলেটেড পোস্ট গ্যাজেটের লিংকগুলিতে আপনি আপনার ইচ্ছেমত শব্দ কম কিংবা বেশী দিতে পারবেন।
- থাম্বনেইল সাইজ,স্টাইল ইত্যাদি সব ধরনের পরিবর্তন আপনি করতে পারেন।
- এছাড়াও প্রবর্তিতে আপনি outbrain সাইতে গিয়ে Click ও CTR চেক এবং প্রয়োজনে modify করতে পারবেন।
- প্রথমে https://my.outbrain.com/getwidget প্রবেশ করুন। অথবা এখানে ক্লিক করুন ।
- এরপর (1) Text অথবা (2) thumbnails যে কোন একটিতে আপার পছন্দ মতো ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
- এরপর Blogspot ব্লগে ক্লিক করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
- এরপর সঠিক তথ্য দিয়ে ফর্মটি পূর্ণ করুন । নিচের ছবিটি লক্ষ্য করুন।
- instal অপশনে ক্লিক করার পর নিচের ছবিটির মতো দেখতে পাবেন।
- সবশেষে Add Widget অপশনে ক্লিক করুন।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.