GuidePedia
Latest News

0
সোয়াইন ফ্লু (Swine flu) হছে একটি এইচ১এন১ ( H1N1 ) ভাইরাস। সোয়াইন ফ্লুয়ের ক্ষেত্রে একটি বিশেষ ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মাধ্যমে ফুসফুস-শ্বাসনালি আক্রান্ত হয়। ধীরে ধীরে অন্যান্য অঙ্গে রোগ বিস্তার করে।
সোয়াইন ফ্লু

লক্ষণ দেখে সাবধান হনঃ

জ্বর ও কাশি , গলা ব্যথা , নাক দিয়ে জল পড়া বা বন্ধ নাক, শ্বাস নিতে কষ্ট , অন্যান্য লক্ষণের মধ্যে থাকতে পারে , গায়ে ব্যথা , মাথা যন্ত্রণা ,ক্লান্তি , কাঁপুনি, ডাইরিয়া , বমি , থুতুতে রক্ত

সোয়াইন ফ্লু হলে কি করবেন, এবং কি করা উচিৎ না ?

সোয়াইন ফ্লু আক্রান্ত হলে কী করবেন ?
  • যখন হাঁচবেন বা কাশবেন তখন রুমাল বা টিসু পেপার দিয়ে মুখ ও নাক ঢেকে নেবেন
  • ঘনঘন সাবান ও জল দিয়ে হাত ধোবেন 
  • চোখ, নাক ও মুখ স্পর্শ করা থেকে বিরত থাকুন
  • সোয়াইন ফ্লু আক্রন্ত ব্যাক্তির কাছ থেকে অন্তত এক হাত দুরে থাকতে হবে।
  • যদি জ্বর, কাশি বা হাঁচি থাকে তাহলে প্রকাশ্য স্থানে যাবেন না।
  • অত্যাধিক জনসমাগম এড়িয়ে চলতে হবে।
  • প্রচুর বিশুদ্ধ জল ও পুষ্টিকর খাদ্য খাবেন
  • যথেষ্ট পরিমানে বিশ্রাম নিতে হবে।
  • পর্যাপ্ত ঘুমাতে হবে।

কি করা উচিৎ না

  • হাত মেলানো বা আক্রান্ত ব্যাক্তির সাথে কুলাকুলি করবেন না।
  • চিকিৎসকের পরামর্শ`ছাড়া ঔষধ গ্রহন করা যাবেনা।
  • প্রকাশ্য স্থানে কফ বা থুথু ফেলা উচিৎ না।
আরও বিস্তারিত জানতে হলে,
ফোন করুন - ০১১-২৩৯২ ১৪০১
ওয়েব সাইট - www.mohfw.nic.in

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top