GuidePedia
Latest News

0
আজ এই পোষ্টিতে নোকিয়া মোবাইল ফোনের সব দরকারিয় গোপন কোড আলোচনা করা হয়েছে। আশা রাখি প্রতেক কম্পিউটার জগত পাঠকের ভালো লাগবে। প্রত্যেকটি ফোনের অর্থাৎ সাধারন ফোন থেকে শুরু করে স্মার্ট ফোন কিংবা অ্যান্ডড্রয়েট ফোন  প্রত্যেকেরই কতগুলি গোপন কোড আছে। সেগুলি কিন্তু নিন্তান্তই গোপন। এই গোপন কোডগুলির দ্বারা আমরা ফোনের দরকারিয় তথ্য , troubleshooting, শর্টকাট, সধারন সেটিং এবং IMEI ইত্যাদি সহজে জানতে পারি। এছারা নোকিয়া ফোন বিশ্বর সবচেয়ে বেশি বিক্রিত এবং জনপ্রিয় । এজন্য আমাদের এই কোড গুলি জানা আবশ্যক। এছার আমরা অন্য বন্ধুদের তাক লাগিয়ে দিতে পাড়বো। তো আসুন এবার জেনে নেওয়া যাক সেই কাঙ্ক্ষিত Nokia ফোনের গোপন ও রহস্যময় কোডগুলো।
Nokia ফোন গোপন কোড সমূহ

Nokia ফোন গোপন কোড সমূহ -

  • *#06# IMEI (International Mobile Equipment Identity) নাম্বার চেক করার জন্য ।
  • *#7780# ফ্যাক্টরী সেটিংস রিসেট(Reset) করতে ।
  • *#67705646# এলসিডি(LCD) ডিসপ্লে রিসেট করতে (operator logo).
  • *#0000# software version চেক করতে ।
  • *#2820# Bluetooth device এর ঠিকানা প্রদর্শন ।
  • *#746025625# সিম লক স্ট্যাটাস ।
  • *#62209526# - WLAN adapter এর ম্যাক এড্রেস প্রদর্শন । এটি একমাত্র WLAN সাপোর্টেড মোবাইলের জন্য ।
  • #pw+1234567890+1# সিমের সীমাবদ্ধতা প্রদর্শন ।
  • *#92702689# - takes you to a secret menu where you may find some of the information below: ডিভাইসের গোপন তথ্য দেখা যাবে । যেমন-১) Serial নাম্বার দেখা যাবে, ২) ফোনটি তৈরি হওয়ার  মাস ও বছর দেখা যাবে, ৩) কত তারিখে কেনেছেন জানতে পারবেন (MMYY), ৪) শেষ মেরামতের তারিখ জানতে পারবেন (০০০০) এবং 5)  লাইফ টাইমার দেখতে পারবেন।
এটিও পড়ুন - নোকিয়া ফোনের আরও কিছু গোপন কোড ও গোপন রহস্য।
উল্লেখ্য সব কোড সব সেটে সাপোর্ট নাও করতে পারে । কোন সমস্যা হলে কমেন্ট করুন। ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top