FastStone Capture – FastStone Capture হল খুবেই ভালো ও জনপ্রিয় সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে আপনি খুব সহজে বিভিন্ন কাজের জন্য স্ক্রিন ক্যাপচার নিতে পারবেন। ক্যাপচার করা ছবিতে বিভিন্ন ইফেক্ট দিলে তা আরো সুন্দর করতে পারবেন। এ ছাড়াও এই সফটওয়্যার দিয়ে স্ক্রিন রেকডিংও করা যায় যা ভিডিও Record করে ভিডিও টিউটোরিয়াল বানাতে পারবেন খুব সহজে।
FastStone Capture এর সুবিধাগুলি হল-
- যে কোন উইন্ডো ক্যাপচার করা য়ায়।
- নির্দিষ্ট জায়গা ক্যাপচার করা য়ায়।
- যে কোন ওয়েবপেজ কে ছবি হিসেবে সংরক্ষন করা য়ায়।
- স্ক্রিন রেকর্ড করা যায়।
- ছবিতে বিভিন্ন ইফেক্ট দেয়া যায়।
- খুব সহজে এটি ব্যবহার করা যায়।
- কম্পিউটারে খুব অল্প জায়গা বিস্তার করে।
- সফটওয়্যার টি পোর্টেবল সুবিধা যুক্ত করা আছে।
- ঝামেলা হীন ও ব্যবহারে কম সময় লাগে।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.