GuidePedia
Latest News

0
মেডিয়া প্লেয়ারে নিজের ছবি কিংবা পুরনো ছবি পাল্টে নতুন ছবি যোগ করে দিতে অনেকের মন চায় কিন্তু ঠিক পদ্ধতি না জানার জন্য পুরনো ছবি বা রাইট করার সময় কম্পানি যা ছবি যুক্ত করে দেয় তাই থাকে। ছবির মধ্যে নতুন ছবি যুক্ত কিংবা পুরনো ছবি বদলে নতুন ছবি যুক্ত করন সত্যি একটি মজার ব্যপার। কিন্তু অনেক বন্ধু আছেন তার জানেন না কিভাবে এই মজার কাজটি করবে। আজ আমি এই মজার ব্যপারটি নিয়ে আলোচনা করছি। যুক্ত করা ছবি আপনার মনে হবে mp3 ফাইল এর কভার ফটো। এছাড়াও Windows media Player এর মাধ্যমে ও ছবি যুক্ত করা যায়। এর পরের পোস্টে এ নিয়ে আলোচনা করবো।
এবার আসুন শুরু করি।
এটিও পড়ুন -ভিডিও টিউটোরিয়াল বানানো ও ডেস্কটপ স্কিন শর্ট নেবার দুর্দান্ত ফ্রি সফটওয়্যার

প্রয়োজনীয় Software/Apps এর ডাউনলোড লিঙ্কঃ

যা যা করতে হবে-

  • সফটওয়্যার টি ডাউনলোড করুন
  • কম্পিউটারে ইন্সটল করুন
  • সফটওয়্যার টি ওপেন করুন
  • এরপর(Add Directories) যে গান গুলিতে ছবি যুক্ত করতে চান সেগুলি সিলেক্ট করুন
  • Extended tags অপশন থেকে ছবি যুক্ত করুন
  • ছবি যুক্ত করে OK করুন
  • নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।

গান কিংবা ভিডিও

Download Link - এখানে ক্লিক করেও সফটওয়্যার টি ডাউনলোড করতে পারেন।
এবার আপনার মেডিয়া প্লেয়ার চালিয়ে দেখুন ,আর মজা নিন। কোন অসুবিধে হলে কমেন্ট করবেন। এই পোষ্ট টি ইরেজিতে আরও ছবি আকারে দেখতে চাইলে এখানে ক্লিক করুন। ধন্যবাদ।
Next
Google এর ১৬টি অসাধারণ সেবা যা কিনা অনেকেই জানি না
Previous
কীভাবে WI-FI অথবা LAN এর স্পীড হ্যাক করবেন - গোপনীয়তা বজায় রেখে Wi-Fi অথবা Wireless Fidelity একটি স্বাধীন নেটওয়ার্ক যা আপনাকে বাড়ীতে, অফিসে, হোটেল রুম, কনফারেন্স রুম সর্বত্রই তারবিহীন অবস্থায় নেটওয়ার্ক (এরিয়াভিত্তিক অথবা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ইন্টারনেট নেটওয়ার্ক) জগতে প্রবেশের অনুমতি দেয়। ওয়াই-ফাই একটি ওয়্যারলেস টেকনোলজি যা সেলফোনের মতো কাজ করে। ওয়াই-ফাই যে কোন স্থানে বেইজ স্টেশনের আওতায় আপনার কম্পিউটারকে দ্রুততা সম্পন্নভাবে ডেটা আদান- প্রদানে কার্যক্ষম রাখে দ্রুতগতি সম্পন্ন ক্যাবল মডেমের তুলনায়।  আজ আমি আপনাদের দেখাব কীভাবে এক ওয়াই ফাই বা ল্যান নেটওয়ার্কের স্পিড হ্যাক করতে হয় । মূলত ওয়াই ফাই বা ল্যান এর কৌশল টা হল একটা পিসি থেকে নেট শেয়ার করা । সেই নেটওয়ার্কের মধ্যে যেসব PC বা Laptop থাকে সেগুলো সবাই সমান স্পিড পায় । যেমন ধরুন একটা ওয়াই ফাই সার্ভারের টোটাল স্পীড হল ২ MBPS । এখন যদি এই নেটওয়ার্কের মধ্যে ১০ টা পিসি থাকে তবে তারা প্রত্যেকে পাবে ২০০ KBPS স্পীড । এখন আমি আপনাদের দেখাব কীভাবে একই নেটওয়ার্কের মধ্যের পিসি গুলোর স্পীড ভক্ষন করে নিজে সুপার স্পিডে ব্রাউজ করতে হয় । আর এ জন্য আমাদের লাগবে একটা ছোট্ট সফটওয়ার । এর নাম হল NETCUT । প্রথমে সফওয়ারটি ডাউনলোড করুন। এখানে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন ।এরপর সফটওয়্যারটি ইনস্টল করে ওপেন করুন । নিচের মতো স্ক্রীন দেখতে পাবেন ।    এরপর দেখবেন নিচে লাইন দিয়ে এই নেটওয়ার্কের ভিতর যে পিসি গুলো কানেক্টেড আছে সেগুলোর আইপি দেখাচ্ছে।এখন আপনি যে কয়টি পিসির স্পীড হ্যাক করতে চান সে কয়টি আইপি সিলেক্ট করুন । তবে প্রথম দুটি বাদ দিয়ে, কারণ প্রথম দুটি হল আপনার নিজস্ব আইপি । এরপর নিচের চিত্রের মত CUT OFF বাটনে ক্লিক করুন ।   ব্যাস , কাজ শেষ । এবার অন্য লোকের স্পিড খেয়ে আপনি লাভবান হতে থাকুন । এরপর যদি চান অন্য সব পিসিতে আবার নেটওয়ার্ক স্পিড দিতে, তবে Resume বাটনে ক্লিক করুন । আর সবাই ভাল থাকুন । ধন্যবাদ। 

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top