GuidePedia
Latest News

0
টাকা ইনকামের জন্যই শতকরা ৯৯ ভাগ ব্লগার ব্লগ কিংবা সাইট বানান । কমবেশি প্রায় প্রত্যেকটি ব্লগে অ্যাড থাকেই সেটি লোকাল কিংবা অ্যাডসেন্স অ্যাড । আর এই সাইট কিংবা ব্লগ থেকে ই যদি ইনকাম না হয় তবে ব্যর্থতা ছারা আর কিছু নয়। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি। আমিও অনেক অ্যাড নেটওয়ার্ক সাইট থেকে অ্যাড নিয়ে কাজ করেছি কিন্তু ভালো ফল পাইনি। অনেকে ভাবতে পারে আমার সাইটে হয়তো ভালো ভিজিটর নেই তার দরুন হয়তো আমি ভালো ফল ফাইনি। ঠিক উলটো অনেক ভিজিটর পেয়েছি আর ক্লিকও পেয়েছি কিন্তু কাজের কাজ ঠিক ভালো হচ্ছিলো না। শুধু লোকাল অ্যাড ছারা। এছারও pop under বা pop up অ্যাডও ব্যবহার করে দেখেছি তাও একই রকম। ভাব ছিলাম হয়তো ইংরেজি সাইট ভালো কামাই হবে তারপর একটি ইরেজি সাইট বানই। তবে এখানে এই সাইটের থেকে অনেক ভিজিটর বেশি পাই তাই কিছুটা তৃপ্তি পাই। ইংরেজি সাইটটির জন্য গুগল অ্যাডসেন্স কষ্ট করে পেলেও পরবর্তীতে সেটি সাসপেন্ড হয় তাই ওদিকে আর মন দেইনি । আমার ইংরেজি সাইটে চাইলে এখানে ক্লিক করে ঘুরে আসতে পারেন। সবচেয়ে বড় কথা হলো - এটি আমার বাংলা সাইট । ভালোও ভালো অনেক অ্যাড নেটওয়ার্ক সাইট থাকলেও বাংলা সাইটে অ্যাড দিতে চায়না। 

Make Money


অ্যাডসেন্স এর বিকল্প অ্যাড নেটওয়ার্ক -

যাক আর বেশি গল্প না বারিয়ে আজ আমি একটি খুব ভালো একটি অ্যাড নেটওয়ার্ক সাইট অর্থাৎ অ্যাডসেন্স সাইট এর কথা শেয়ার করছি। আপনার বাঙ্গালা ব্লগ কিংবা সাইট হলেও Approve  হবে। প্রথমে হয়তো Approve হতে একটু সময় নেবে আর একবার Approve হলেই কাজ শেষ তবে ২৪ ঘণ্টার বেশি সময় নেয় না । তাদের অ্যাড ব্লগে বা সাইটে থাকলেই ডলার, কেউ অ্যাডে ক্লিক করুন বা নাই করুন। এদের রেভিনিউ খুবই ভালো । একবার ব্যবহার করলে আর ছারতে পারবেন না।
এটিও পড়ুন-ব্লগে বা সাইটে অ্যাড না দিয়েও ডলার কামিয়ে নিন একদম সুনিশ্চিত

টাকা পাবার ও সমস্যা নেই ১০ ডলার হলেই Pappal কিংবা ব্যাংক অ্যাকাউন্ট এর মাধ্যমে পাবেন। অনেক কষ্ট করে এই সাইটিরে সন্ধান পাই। এর আগে অনেক অ্যাড নেটওয়ার্ক সাইট ব্যবহার করেছি কিন্তু এর মতো কোণটিরও সুবিধা পাইনি। 

 কি কি সুবিধে পাবেন এই অ্যাড নেটওয়ার্কের ?

  • Impressions হেলেই টাকা। অর্থাৎ পেজ ভিউ হলেই টাকা।
  • Pop under বা Pop up অ্যাডের সুবিধা নিতে পারবেন।
  •  XML অ্যাড ও নিতে পারবেন। 
  • CPC / CPM অ্যাড এর সুবিধা ।
  • ব্যনার অ্যাড সুবিধা রয়েছে ।
  • Text অ্যাড এর সুবিধা রয়েছে।
  • Auto Download Offer- Pays Good Rate অ্যাড নিতে পারবেন।
  • Highest eCPM -Windows 1000x600 অ্যাড এর সুবিধা।
  • On Clik Pop Under Window এর সুবিধা।
  • 10 % Referred এর সুবিধা।
  • ১০ ডলার হলেই পে আউট।
  • Paypal কিংবা বাংক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার ।
  • এরকম আরও অনেক কিছু সুবিধা।
এই অ্যাড গুলির সুবিধা পেতে এখানে ক্লিক করুন। কোন অসুবিধে হলে কমেন্ট করবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।

Post a Comment Blogger

Emoticon
:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

Loading...
 
Top