SEO (Search Engine Optimization) একটি ব্লগের বা সাইটের জন্য খুবই দরকারি। কেননা- ব্লগে বা সাইটে ভিজিটর না পেলে আপনার সাইট অর্থহীন হয়ে পরবে। তার জন্যই সাইট কে সিইও করা খুবই দরকার। SEO করার পূর্বে আপনি সর্ব প্রথম আপনার সাইটকে গুগল অয়েবমাস্টার টুলে যুক্ত করুন এটিও সিইও এর মধ্যেই পরে। এর আগের পোস্টে SEO এর বেসিক পোস্ট নিয়ে আলোচনা করা হয়েছে । চাইলে SEO কি? কিভাবে ব্লগে পোস্ট SEO এবং Custom Robots txt যুক্ত করবে এক বার ঘুরে আসতে পারেন। চলুন শুরু করি কিভাবে ব্লগ পোস্টে কে অটোমেটিকভাবে SEO করবো?
প্রথমে আপনার gmail অ্যাকাউন্ট password দিয় লগইন করে ব্লগ সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ-
তার পরে আপনার ব্লগে ড্রাপডাউন মেনু থেকে টেমপ্লেট নির্বাচন করে HTML নির্বাচন করবেন।
তৃতীয় ধাপ-
এরপর Ctrl+F চেপে সার্চ বক্সে </body> লিখে এন্টার চাপুন কিংবা </body> কোড টুকু কপি পেস্ট করেও করতে পারেন। </body> কোডটি খুঁজে পেলে নিচের কোডটি </body> উপরে পেষ্ট করুন।
এবার টেমপ্লেট সেভ করুন, ব্যাস আপনার এখনকার মতো কাজ শেষ। কয়েক দিন পর লক্ষ করুন আপনার আগের থেকে ভিজিটর বেড়ে গেছে।
এখন এখানেই। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন। অসুবিধে হলে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
প্রথম ধাপ-এটিও জানুন - ব্লগ টাইটেল,মেটাট্যাগ,পোষ্টের অক্ষর গণনা করার দুর্দান্ত টুলস
প্রথমে আপনার gmail অ্যাকাউন্ট password দিয় লগইন করে ব্লগ সাইটের ড্যাশবোর্ডে প্রবেশ করুন।
দ্বিতীয় ধাপ-
তার পরে আপনার ব্লগে ড্রাপডাউন মেনু থেকে টেমপ্লেট নির্বাচন করে HTML নির্বাচন করবেন।
তৃতীয় ধাপ-
এরপর Ctrl+F চেপে সার্চ বক্সে </body> লিখে এন্টার চাপুন কিংবা </body> কোড টুকু কপি পেস্ট করেও করতে পারেন। </body> কোডটি খুঁজে পেলে নিচের কোডটি </body> উপরে পেষ্ট করুন।
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.7.2/jquery.min.js' type='text/javascript'/>চতুর্থ ধাপ-
<script type='text/javascript'>
//<![CDATA[
$(document).ready(function() {
$('img').each(function(){
var $img = $(this);
var filename = $img.attr('src')
$img.attr('title', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
$img.attr('alt', filename.substring((filename.lastIndexOf('/'))+1, filename.lastIndexOf('.')));
});
});
//]]>
</script>
এবার টেমপ্লেট সেভ করুন, ব্যাস আপনার এখনকার মতো কাজ শেষ। কয়েক দিন পর লক্ষ করুন আপনার আগের থেকে ভিজিটর বেড়ে গেছে।
এখন এখানেই। ভালো লাগলে শেয়ার ও কমেন্ট করুন। অসুবিধে হলে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।
Post a Comment Blogger Facebook