Disk Operating System (DOS) কে বর্তমানে আমরা কম্যান্ড প্রম্পট (Command prompt) হিসেবেই জানি। সাধারণত Command Prompt (DOS) এ ডিফল্ট Windows এ কপি পেস্ট করা যায় না। Command Prompt আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজের পরিসরে খুবই কাজে লাগে এবং কপি পেস্ট করার ও প্রয়োজন হয়। এক্ষেত্রে কপি পেস্ট না করতে পেরে আমরা তখন কীবোর্ড এর দ্বারা টাইপ করি ,এতে অনেক সময় অপচয় হয়। এই পোস্টে আমরা শিখবো-
কীভাবে DOS (Command Prompt) এ কপি পেস্ট করা যায়। এর আগের পোস্টে অনেক বার DOS নিয়ে আলোচনা করা হয়েছে তাই এ নিয়ে আর বিশেষ কিছু লিখছি না। চলুন এবার শিখে নেওয়া যাক।
এটিও পড়ুন -DOS কি? এসো নিজে নিজে DOS শিখি
কীভাবে DOS এ কপি পেস্ট করবেন?
- প্রথমে Command Prompt বা DOS ওপেন করুন। অথবা
- RUN কম্যান্ড বক্সে CMD টাইপ করে DOS ওপেন করুন।
- Command Prompt এর টাইটেল বারে মাউসের রাইট ক্লিক করে Properties এ যান। নিচের ছবিটি লক্ষ্য করতে পারেন।
Post a Comment Blogger Facebook
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.