GuidePedia

0
ফটোকে বিভিন্ন স্টাইলে বিভিন্ন রঙে সাজাতে কার না ভালো লাগে। বিশেষ করে যারা ফটোশপ , ফটোগ্রাফির কিংবা অয়েব ডিজাইনের কাজ করেন তাদের বিভিন্ন ক্ষেত্রে ছবিকে বিভিন্ন রুপ দিতে হয়। এছারও ফেসবুকে অনেকে নিজের ছবিকে বিভিন্ন স্টাইলে ছবি পোস্ট করে তাতে অনেক বন্ধু-বান্ধবীকে তাক লাগিয়ে দেয়। হয়তো তার ছবি ফেসবুকে দেখে নিজেও ইম্প্রেস হয়ে লাইকও দিয়ে দেন। তখন আপনিও হয়তো মনে মনে ভাবছেন কিভাবে ছবিটাকে এতো সুন্দর তৈরি করলো। লজ্জার বশে আপনি হয়তো তাকে জিজ্ঞাসা করতে পারলেন না। আর হ্যাঁ আপনার এই প্রশ্নের উত্তরের জন্য আমি সেরা ১০ টি ফটো এডিটিং সাইট শেয়ার করলাম যাতে আপনিও আপনার বিভিন্ন স্টাইল ছবি বানিয়ে ফেসবুকে পোস্ট করতে পারেন আর বন্ধু- বান্ধবীকে তাক লাগিয়ে দিন। এর জন্য আপনাকে বিশেষ কিছু জানতে হবে না।
Photo editing

ফটো এডিটিং সাইট গুলি হল-


  • www.photofunia.com
  • www.fototrix.com
  • www.funphotobox.com
  • www.picreffect.com
  • www.magmypic.com
  • www.befunky.com
  • www.loonapix.com
  • www.fotoxcrib.com
  • www.jpgfun.com
  • www.funny.pho.to 

কিভাবে ছবি এডিট করবেন?

  • প্রথমে  photofunia.com প্রবেশ করুন। তারপর আপনার পছন্দ মতো যে কোন একটি স্টাইল সিলেক্ট করুন।
  • এরপর Choose Photo অপশনে ক্লিক করুন। এরপর Browse করে আপনার কম্পিউটার থেকে ছবি সিলেক্ট করুন।
  • এরপর Go অপশনে ক্লিক করুন । ব্যাস কাজ শেষ। এরপর ছবিটিকে ডাউনলোড করে নিন কিংবা আপনার পছন্দ মতো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে শেয়ার করুন। খুব সহজ তাই কোন ছবি শেয়ার করলাম না ।
 ভালো লাগলে কমেন্ট ও শেয়ার করবেন ভালো থাকুন। ধন্যবাদ। 

Post a Comment Blogger

Loading...
 
Top