GuidePedia

0
যারা ব্লগ জগতে নতুন, যারা নতুন ব্লগ বানাবেন বলে মনস্থির করেছেন কিন্তু কিভাবে বানাবেন বুঝতে পারছেন না। আর এই সমাধান দেবার জন্য এই পোস্টটি আলোচনা করছি। ব্লগ শুরু করার পূর্বে আপনি আপনার ব্লগের নাম ও বিষয় বস্তু নির্বাচন করুন। আপনি ব্লগে আপনার পছন্দ মতো ভাষায় লিখতে পারেন। তবে ইংরেজি ভাষায় হলে আপনি বেশি ভিজিটর পাবেন। আপনি যদি ব্লগ থেকে টাকা ইনকাম করতে চান তবে ইরেজি ভাষায় লেখা উত্তম হবে বলে মনে করি কেননা ইংরেজি ভাষায় বেশি ভিজিটর পাওয়া যায় তারমানে আপনার ইনকামও বেরে যাবে । তবে দিন দিন বাংলা ব্লগে ও বেশ ভিজিটর পাওয়া যায় এবং দিন দিন বাংলা ভাষার ব্লগের চাহিদা বেরে যাচ্ছে । হতাস হবার কিছু নেই আপনি ইংরেজি ভালো জানেন না তবে বাংলায় লেখুন দেখবেন সাফল্য আপনার দোরগোরায় এসে হাজির হবে। তবে এবার আসল কথায় আসি। এবার দেখে নিই কিভাবে ভালো ব্লগ নিজে নিজে বানাবেন। তবে আপনার কোন রকম সাহায্যের প্রোয়োজন হলে আমার ফেসবুক অ্যাকাউন্ট এ সাহায্য নিতে পারেন।
ব্লগস্পটে

ব্লগ বানাতে যা যা করতে হবে-

  • Google.com এ একটি নতুন অ্যাকাউন্ট বানান। কিংবা পূর্বের বানানো থাকলেও চলবে। জিমেলে অ্যাকাউন্ট বানাতেএখানে ক্লিক করুন ।
  • Blogger.com এ প্রবেশ করুন এবং Google অ্যাকাউন্ট email-ID ও Password দিয়ে লগইন করুন। ব্লগ বানাতে এখানে ক্লিক করুন ।
  • এরপর NEW BLOG অপশনে ক্লিক করুন। তারপর নিচের ছবিটি লক্ষ্য করুন।
ব্লগস্পটে

ভালো থাকুন সুস্থ থাকুন। ভালো লাগলে শেয়ার করুন । ধন্যবাদ ।   

Post a Comment Blogger

Loading...
 
Top