মেমরি পরিমাপের এককঃ-
প্রত্যেহ আমরা কিছু না কিছু পরিমাপের করি। যেমন - সময় মাপতে গেলে সেকেন্ড ,মিনিট, ঘণ্টা , কিংবা উচ্চতা মাপতে গেলে - সেমি, মিটার, কিলোমিটার ইত্যাদি ব্যবহার করি। ঠিক ডিজিটাল যুগে আমাদের মেমেরি সমন্ধে জ্ঞান না থাকলে একটু বোকা বোকা লাগে। যেমন ধরুন - আপনি আপনার মেমরি কার্ড গান লোড করতে কোন মোবাইল সপে গেলেন উনি আপনার ২ জিবি মেমেরি কার্ডে ১০০ গান আপলোড করে বলল, আপনার মেমরি কার্ডে আর গান ভরানো যাবে না। আপনার মেমরি সমন্ধে জ্ঞান না থাকলে আপনাকে তার কথাটাই মানতে হবে। এবার নিজের মেমরি কার্ড হিসেব করুন নিজে নিজে - ধরুন গড়ে একটি গান ৬ MB , মেমরি কার্ড আপনার ২ জিবি মানে ১০২৪x২=২০৪৮, অর্থাৎ মোট ২০৪৮ MB, এবার ২০৪৮ কে ৬ দ্বারা ভাগ করুন, তবে ভাগফল হল ৩৪১.৩৩ ( প্রায় )। তার মানে আপনার মেমরি কার্ডে কমকরে হলেও ৩০০ থেকে ৩৪০ গান ভরত। আর আপনাকে মাত্র ১০০ টি গান নিয়ে সন্তুষ্ট থাকতে হত। তবে দোকানদার আপনাকে কত বোকা বানাত। এবার জেনে নিই মেমরি পরিমাপের একক গুলি।
প্রসেসর বা ভার্চুয়াল স্টোরেজ(Processor or Virtual Storage)
- 1 Bit = Binary Digit
- 8 Bits = 1 Byte
- 1024 Bytes = 1 Kilobyte
- 1024 Kilobytes = 1 Megabyte
- 1024 Megabytes = 1 Gigabyte
- 1024 Gigabytes = 1 Terabyte
- 1024 Terabytes = 1 Petabyte
- 1024 Petabytes = 1 Exabyte
- 1024 Exabytes = 1 Zettabyte
- 1024 Zettabytes = 1 Yottabyte
- 1024 Yottabytes = 1 Brontobyte
- 1024 Brontobytes = 1 Geopbyt
ডিক্স স্টোরেজ (Disk Storage)
- 1 Bit = Binary Digit
- 8 Bits = 1 Byte
- 1000 Bytes = 1 Kilobyte
- 1000 Kilobytes = 1 Megabyte
- 1000 Megabytes = 1 Gigabyte
- 1000 Gigabytes = 1 Terabyte
- 1000 Terabytes = 1 Petabyte
- 1000 Petabytes = 1 Exabyte
- 1000 Exabytes = 1 Zettabyte
- 1000 Zettabytes = 1 Yottabyte
- 1000 Yottabytes = 1 Brontobyte
- 1000 Brontobytes = 1 Geopby
Post a Comment Blogger Facebook