Google এ কিভাবে সার্চ করবেন ছবি দিয়ে?
ছবি দিয়ে
সার্চ একটু বিস্ময়ের ব্যাপার! আমরা অনেকে এ উত্তরটা জানিনা। কেননা প্রতি নিয়ত আমরা সার্চ ইঞ্জিনে গিয়ে অর্থাৎ
গুগলে (Google) কিংবা (
Yahoo) ইয়াহুতে গিয়ে শব্দ বা বাক্য লিখে সার্চ করি। কিন্তু অনেক সময় দেখা গেল আপনার কাছে শুধু ছবি আছে তখন আপনি কি করবেন। তবে চিন্তার কোন কারন নেই, দেখে নিন আপনার কাছে থাকা ছবিটির আদি নক্ষত্র।
করণীয় নির্দেশিকাঃ-
- প্রথমে আপনি আপনার কম্পিউটারকে ইন্টারনেটে যুক্ত করুন।
- এরপর ওয়েব ব্রাউজার খুলুন। যেমন-Google chrome/Opera/Internet Explorer ইত্যাদি।
- এরপর অ্যাড্রেস বারে গিয়ে -http://www.google.com/imghp টাইপ করুন। তারপর Search by Image আইকনটিতে ক্লিক করুন।বুঝতে অসুবিধে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।
|
google |
- এরপর Upload an Image অপশনটিতে ক্লিক করুন। বুঝতে অসুবিধে হলে নিচের ছবিটি লক্ষ্য করুন।
- এরপর Choose file অপশনটিতে ক্লিক করুন। তারপর আপনার ছবিটি সিলেক্ট ক্রুন। ব্যাস কাজ শেষ।
- এবার দেখুন সার্চ করার ছবিটির আদি নক্ষত্র। ধন্যবাদ।
Post a Comment Blogger Facebook